কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী হালদারপাড়ায় শালিসি বৈঠকে মারপিটের ঘটনায় বিবৃতি দিয়েছেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল ভৌমিক।
রোববার(৮ মে) দুপুরে তিনি উপজেলার সোনামুখীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এ বিষয়ে কথা বলেন । উজ্জ্বল ভৌমিক বলেন, ‘গত ৬ মে বিকেলে কাজিপুরের বরইতলী গ্রামে হালদার সম্প্রদায়কে মারপিটের ঘটনাটি দুঃখজনক। মারামারির পরেই থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। এই মারামারি মূলত বিগত ইউপি নির্বাচনের জের ধরে সংগঠিত হয়েছে। সাম্প্রদায়িক কোন দাঙ্গা হাঙ্গামার ঘটনা এটি নয়। হালদাররা একজনকে এর আগে মেরেছে। তার কারণে পরদিন হালদারদের কতিপয় দৃস্কৃতিকারী মারধোর করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি মহল এই ঘটনাটিকে সাম্প্রদায়িক দাঙ্গা, ভাংচুর, লুটপাট বলে প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।কাজিপুরে অতীতেও এ ধরণের ঘটনা ঘটেনি। এখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোন ঘটনা ঘটেনি।আমরা আমাদের নেতা এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয়ের নেতৃত্বে হিন্দু মুসলিম মিলেমিশে ঈদ এবং পূজা উদযাপন করি। তাই মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হবার জন্যে সবার প্রতি আহবান জানাচ্ছি। আর এই ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত তালুকদার, বেলাল হোসেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।