ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল জেলা অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন ঘাটাইলর পাকুটিয়া শাখার নিজেস্ব অর্থায়নে ২ শত ৫০ জন সিএনজি ও অটোরিক্সা চালিত ড্রাইভারদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) দুপুরে পাকুটিয়া বাসস্ট্যান্ড চত্বরের এ গরুর মাংস বিতরণ করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে এমন উপহার পেয়ে সন্তুুটি প্রকাশ করেছেন সিএনজি ও অটোরিক্সা চালিত ড্রাইভাররা।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের পাকুটিয়া শাখার সভাপতি মো: আ: মালেক,কার্যকরী সভাপতি শেখ ফরিদ,সাধারণ সম্পাদক মো: আমির হামজা সহ সংগঠনের নেতৃবন্দরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।