জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি(১৮০৮/৭৫) জামালপুর জেলা শাখার চতুবার্ষিক সম্মেলন আজ বেলা ১১ টায় হযরত শাহ জামাল ( রহ) স্কুলে সম্পন্ন হয়।
জামালপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বিএসসি এতে সভাপতিত্ব করেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন,সিনিয়র সহ সভাপতি নুরুন্নাহার খানম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,অর্থ সম্পাদক মো: সায়েদুর রহমান আকন্দ,সহ মহিলা সম্পাদক বিলকিস পারভীন, জামালপুর জেলা কমিটির উপদেষ্টা আব্দুল আওয়াল আনছারি,মো: হাফিজুর রহমান,
জামালপুর সদরের পক্ষে শামসুদ্দিন আহম্মেদ,পৌর শাখার পক্ষে জাহাঙ্গীর আলম,মেলান্দহ উপজেলার সভাপতি এনএম,মাহবুুর আলম,মাদারগঞ্জ উপজেলার সভাপতি হেলাল উদ্দিন,ইসলামপুর উপজেলার মিজানুর রহমান আনসারি,সরিষাবাড়ি উপজেলার মোখলেছুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী উজ্জল, বকশিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হেলাল প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব সমর্থনের ভিত্তিতে কন্ঠ ভোটে হ্যা-না' র মাধ্যমে সভাপতি হিসেবে মেলান্দহের চরবানীপাকুরিয়া সপ্রাবি প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহ ও জামালপুর সদরের মো: মনিরুজ্জামান মনির কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।