নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান পৌর শহরের কাঁচা বাজার, পাইকারী বাজার মনিটরিং করেন। এসময় ইউএনও ও এসিল্যান্ড কাঁচা বাজার ব্যবসায়ী, মাংস বিক্রেতা ও মাছ বিক্রেতাদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়াও শহরের জানযট নিরসন ও বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বাজার মনিটরিং কালে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন এবং অকারণে পণ্যের মূল্য বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।