নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা- উপজেলার আইলপুনিয়া গ্রামের পান্নু তালুকদারের ছেলে মাদক কারবারি ওহেদুল ইসলাম ওবায়দুল (২৭) ও শাজাহানপুর উপজেলার চকভালি সরকারপাড়ার আব্দুল মান্নান মোবারের ছেলে মোফাজল (৩৬)।
গতকাল শনিবার দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গত শুক্রবার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ ওহেদুল এবং হেরোইন সেবনকালে মোফাজলকে গ্রেফতার করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।