শফিকুল ইসলাম : আখক্ষেত থেকে শহিদুর রহমান (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ কাউনিয়ার চর এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর চরের আখক্ষেতে শহিদুর রহমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা রৌমারী থানার পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে ওই যুবকের একটি চোখবিহীন মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তি জুয়া, নেশা ও মাঝে মধ্যে আড়কির মাধ্যমে অবৈধ পথে গরু পাচার করত বলেও জানা যায়।
নিহতের স্ত্রী রোশেনা খাতুন জানান, বুধবার বিকালের দিকে আমার স্বামী বাড়ি থেকে রেড়িয়ে আসার পর থেকে কোন যোগাযোগ হয়নি। পরের দিন বৃহস্পতিবার বিকালের দিকে লাশের কথা শুনতে পাই এবং আখক্ষেতে এসে দেখি আমার স্বামীর লাশ। কি কারনে তার মৃত্যু হয়েছে তা আমি জানিনা।
রৌমারী থানার ওসি তদন্ত কর্মকর্তা এমআর সাঈদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশের সুরুত হাল রিপোর্ট তৈরি করি। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।