আমিনুল ইসলাম মুকুল : “এমন বিশ্বগড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে সাইটসেভার্স ও উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ২ এপ্রিল শনিবার ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’২০২২ উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’২০২২ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম এর সভাপতিত্বে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মন্জুর-এ-মুর্শেদ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের ডিস্ট্রিক ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রামের সহকারী প্রোগ্রাম সহকারী অরবিন্দু রায়, প্রোগ্রাম সহকারী হাসিমুল হাসান, অর্গানাইজার এনামুল হক, হেলথ টেকনিশিয়ান মাহমুদুল হাসান প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।