লিয়াকত হোসাইন লায়ন : সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র বিমোচনে অংশ নিন" এই আলোকে জামালপুরের ইসলামপুরে গরীব দুঃস্থ ২০ পরিবারের মাঝে যাকাতের অর্থ বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ এবং দুস্থ গরীবদের মাঝে প্রতি পরিবারকে ৬হাজার করে যাকাতের অর্থ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল,ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।