স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্চের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের এক কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। তিনি এই মেশিনটি ভর্তুকিমূল্যে পেলেন।
কাজিপুর উপজেলা কৃষি অফিস ষূত্রে জানা গেছে এসিআই এর এই মেশিনটি দিয়ে একই সাথে ধান. গম কাটা ও মাড়াইসহ যাবতীয় কাজ করা যাবে। মেশিনটির মটো মূল্য ২৭ লক্ষ টাকা। কিন্তু কৃষককে দিতে হয়েছে মাত্র ১৪ লক্ষ পঁচাত্তর হাজার টাকা।
মেশিন প্রদানকালে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, এসিআই এর প্রতিনিধি মোস্তফা কামাল মানিক, রবিন কুমার রায়সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।