কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা সদরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জেনারেল হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ শহিদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ পুলক কুমার সরকার, ডাঃ মইনুদ্দিন আহমেদ, ডাঃ আবু কাউছার নাছের মজুমদার, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ আল আমিন মাসুদ, ডাঃ মোছাঃ নাসিমা খাতুন, ডাঃ খুরশীদা বেগম, হোমিওপ্যাথিক ডাঃ আব্দুল্লাহ্ বিন সানোয়ার, প্রধান সহকারী ইউনুছ আলী, নার্সিং সুপার ভাইজার শোভা বিশ্বাস, রোকেয়া মন্ডল সহ জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেনারেল হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ জানায়, সারা দেশে সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাসপাতাল
গুলোতে হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম অত্যন্ত সহজলভ্য।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।