জামালপুর সংবাদদাতা : জামালপুরে র্যাবের অভিযানে লক্ষাধিক টাকার গাঁজাসহ ৩ জনকে আটক হয়েছে। আটককৃতরা হলো-কুমিল্লার সংরাইশ গ্রামের সুলতান মিয়ার ছেলে আবুল কাশেম (৪৮), ঝিনাইদহের কোর্ট চাঁদপুরের সলেমানপুর গ্রামের নওয়াব আলীর ছেলে মীর নিজামুল ওরফে সেলিম (৫৫) এবং বরিশাল গৌরনদীর গ্যারাকুল গ্রামের গোলাম আলী শিকদারের ছেলে দুলাল শিকদার (৫২)।
র্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ির মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ আসামীদেরকে গ্রেপ্তার করে। এ সময় গাঁজা বহনকারি একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং গাঁজা বিক্রির ১৩ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য ৮ লক্ষাধিক টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সরিষাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।