নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক মিজানুর রহমান মানিকের উপর আতর্কিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত করার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে মানববন্ধন করা হয়েছে।
হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রোববার (১০ এপ্রিল) বিকেলে পৌর সদরের বাসস্ট্যান্ডে উপজেলা প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু চত্বরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, সাংবাদিক সাখাওয়াত হোসেন হানিফ, মিজানুর রহমান মুকুল, রাসেল মাহমুদ, এমদাদুল হক, কামরুজ্জামান ফারুক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রাজ প্রমুখ।
বক্তরা সাংবাদিক মানিকের উপর আতর্কিত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিসহ সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।