ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : আমাদের বিশ্ব, আমাদের স্বাস্থ্য-এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহয্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন সিডিপির ম্যানেজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাস।
এসময় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভময় পাল, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির মেডিক্যাল অফিসার ডা: রিফাত জাহান মনির,হেলথ অফিসার মো: জাহাঙ্গীর হোসেন,সহকারী ম্যানেজার শান্ত চিরাণ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে হেলথ হাইজিন ক্লাবের সদস্যদের অংশগ্রহে জাতীয় স্বাস্থ্য কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মেডেল এবং পুরস্কার বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।