মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরীর সহধর্মিনীর জানাযা অনুষ্ঠিত

S M Ashraful Azom
2 minute read
0
মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরীর সহধর্মিনীর জানাযা অনুষ্ঠিত



: এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী (মাঃ জিঃ আঃ) এর সহধর্মিনী ও মাওলানা সৈয়দ হাসান আযহারীর শ্রদ্ধেয়া আম্মাজান আলহাজ্বা সৈয়দা জাহানারা বেগম শুক্রবার দিবাগত রাত ১২ টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।


ইন্তেকালের সময় তার  বয়স ছিলো ৫২ বৎসর।


তিনি অত্যন্ত সরল সোজা, মুত্তাকী, গরিব দরদী আবেদা, জাহেদা সর্বোপরি হযরত গাউসুল আজম মাইজভান্ডারী ও বাবাজান কেবলা শাহ গোলামুর রহমান মাইজভান্ডারীর খাস আওলাদ ছিলেন।


আজ শনিবার সকাল ১১ টায় মরহুমার নামাজে জানাযা কুলগাঁও হযরত খলিলুর রহমান শাহ খলন্দর রহঃ এর মাজার সংলগ্ন ময়দানে অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরীর ইমামতিতে সম্পন্ন হয়।


নামাজে জানাযায় অংশগ্রহন করে মরহুমার স্মৃতিচারণ করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, জামেয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আ.ত.ম লিয়াকত আলী, জামেয়ার মুহাদ্দিস জসিমুদ্দীন আল আযহারী, জামেয়ার প্রবীণ আলেমেদ্বীন শাহসূফী আবুল হাশেম শাহ সাহেব, জামেয়ার শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ছিপাতলী বহুমুখী কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিলউ আলম নিজামী, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয়  চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার, কুলগাওঁ আল আমিন হাশেমী দরবার শরীফের সজ্জাদানশীন পীরে তরিকত কাজী মাওলানা ছাদেকুর রহমান হাশেমী,মুফতি কাজী মাওলানা শাহেরদুর রহমান হাশেমী, দরবারে হাশেমিয়া আলিয়ার সাজ্জাদানশীন মাওলানা কাজী আবুল ইরফান হাশেমী, চট্টগ্রাম সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আযহারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আলহাজ্ব মাওলানা এম এ মতিন।

আরো উপস্থিত ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান ফকীহ আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ, পাঁচলাইশ আশেকানে  আউলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ রিদুওয়ানুল হক হক্কানী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আলহাজ্ব আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন সোহেল, বায়েজিদ থানার সেক্রেটারি আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান সরদার, অক্সিজেন কেন্দ্রিয় জামে মসজিদের খতিব  আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান  আলকাদেরী,আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী, মাওলানা সৈয়দ আখতার হোসাইন, ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মনির উদ্দীন, গুলবাগ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মাসউদুর রহমান হোসাইন ও শীতলঝর্ণা মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ার খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সহ হাজার হাজার উলামায়ে কেরাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আনজুমানে আশেকানে মোস্তাফা বাংলাদেশের অসংখ্য অগনিত সুন্নী জনতা ও এলাকাবাসী নামাজে জানাজায় অংশগ্রহন করে ম্যাইয়তে মরহুমার মাগফিরাত ও রফয়ে দরজাত এবং বিশ্বমুসলিমের শান্তি কামনা করেন।


নামাজে জানাযার পর মরহুমা কে  মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ার সামনে অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী (মাঃ জিঃ আঃ) এর আম্মাজানের কবরের পার্শ্বে দাফন করা হয়।দাফনের পর জিয়ারত ও মিলাদ শরীফ শেষে মুনাজাত পরিচালনা করেন মুফতিয়ে আহলে সুন্নাত অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী (মাঃ জিঃ আঃ)।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top