শামিমুল ইসলাম তালুকদার : ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় খুলনা মেডিকেলে চান্স পেয়েছে মেধাবী সুমাইয়া আক্তার শিমু (মায়া)।
গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে মেধাবী সুমাইয়া আক্তার শিমু (মায়া)খুলনা মেডিকেলে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় জায়গা করে নেন।
বকশীগঞ্জ পুরান টুপকারচর সরকার বাড়ী নিবাসী মরহুম হযরত সেক্রেটারী সাহেবের নাতনি (ছোট মেয়ের কন্যা।
সুমাইয়া আক্তার শিমু (মায়া) দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ১৮-১৯ সেশনে জিপিএ ৫(গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হয়। এরপর ময়মনসিংহ সরকারী মুমিন্নুনেসা কলেজ হতেও জিপিএ ৫ (গোল্ডেন) পেয়ে সাফলে্যর সাথে উত্তীর্র হয়।
তাহার পিতা মোঃ মোস্তাফিজুর রহমান পাপ্পু ও মাতা মোছাঃ রেবেকা বেগম সবার নিকট দোয়া চেয়েছেন সুমাইয়া আক্তার শিমু যেন ভালো ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে পারে।
দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফজলুর করিম তার ছাত্রীর এমন সাফল্যে শুভ কামনা জানিয়েছেন।
উল্লেখ্য এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী।দেশের সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি।তার মধ্যে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন এক হাজার ৮৮৫ জন ছাত্র। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা দুই হাজার ৩৪৫ জন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।