জামালপুর সংবাদদাতা : জামালপুরে বিদেশী মদসহ মাদকব্যবসায়ী ফারুক আহম্মেদকে (৩০) আটক করেছে র্যাব-১৪। সে শেরপুর জেলার ঝিনাইগাতির পশ্চিম ডাকাবর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৪ এর সিপিসি-১, কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হায়।
৯ এপ্রিল দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে বাজিতখিলা এলাকায় অভিযান চালিয়ে ফারুক আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার কাছে ১০০ বোতল বিদেশী মদ, ৫শ টাকা এবং একটি মোবাইল জব্দকরা হয়। আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।