উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত পিতা ও কন্যা জোড়া হত্যা মামলার তদন্তপ্রাপ্ত সন্দেহ ভাজন আসামি আব্দুর রাজ্জাক সরকার (৫৮) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক উপজেলার বিনায়েকপুর গ্রামের মৃত আজিম উদ্দিন সরকারের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ মোতাহার হোসেন জানান, গত ১২ মার্চ উল্লাপাড়া থানাধীন বাঙ্গালা ইউনিয়নের ধরইল উপ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মঞ্জুরুল ইসলাম রাজীব (৪০) ও তার কন্যা রিফা তাসমিন রাকা (০৯) নিজ বাড়ীর শয়ন ঘরে খুন হন।
এ ঘটনায় নিহত রাজীবের বোন মোছাঃ সুমানা সুলতানা কনক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একই দিনে একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা তদন্তকালে পারিবারিক কলহের জের ধরে পুলিশ সন্দেহ ভাজন আসামি হিসেবে রাজিবের নিজ চাচা আব্দুর রাজ্জাক কে মঙ্গলবার গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।