উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচিলা বাজারে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে এর আরোহী মাকসুদা খাতুন (৩২) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হন মাকসুদার স্বামী মোঃ মাজেদ ও তার একটি শিশু মেয়ে। এদেরকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাকসুদা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ লুৎফর রহমান জানান, মোঃ মাজেদ তার স্ত্রী মাকসুদা ও শিশু কন্যাকে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গোবিন্দগঞ্জে ঈদ করার জন্য বাড়ি ফিরছিলেন। পথে পাঁচিলা বাজারের কাছে এ মমার্ন্তিক দুর্ঘটনা স্বীকার হন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।