সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের আধুনিকায়নকৃত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদের আধুনিকায়নকৃত অডিটোরিয়ামে শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, দিদারুল আলম খান মাহবুব, মো. দুলাল হোসেন চকদার, মো. মাসুদুল হক মাসুদ, মো. রফিকুল ইসলাম রফিক ও নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।