মাহতাব বিল্লাহ তানি: ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব এইডস দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে স্ট্যান্ডিং র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে স্ট্যান্ডিং র্যালি বের হয়ে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে চিকিৎসক, নার্স, সমাজকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। পরে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো: শহিদুল ইসলাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, হিজরা নেতা আরিফা আক্তার ময়ূরী প্রমুখ।
এ সময় বক্তারা জানান, সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সকল ক্ষেত্রে মূল্যবোধ সমুন্নত রেখে সম্পর্ক তৈরি ও শুদ্ধ আচার আচরণ চর্চা এইডস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
মাদক সেবন, অনিরাপদ শারীরিক সম্পর্ক ও রক্ত গ্রহণ বন্ধ করতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।