মাহবুবুর রহমান জিলানী গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজ (২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সাংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন সরকার ও সদস্য সচিব আলহাজ্ব সোরহাব হোসন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর বিএনপির নেতা শওকত সরকার,মাহবুবুল আলম শুক্কুর,পাপ্পু সরকার,রাশেদুল ইসলাম কিরণ,শেখ মো আলেক,আজিজুল হক রাজু মাস্টার,শেখ মো সুমন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।