সেবা ডেস্ক: জামালপুরে’র দেওয়ানগঞ্জ উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে’র দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
৪ ডিসেম্ব’র রাতে গণভবনে স্থানীয় স’রকা’র জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে’র সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনিত প্রার্থীদে’র নামে’র তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকায় উপজেলা’র ৬টি ইউনিয়নে চেয়া’রম্যান পদে আওয়ামী লীগে’র দলীয় নৌকা প্রতীকে’র প্রার্থী মনোনয়ন পেয়েছেন ১ নম্ব’র ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগে’র সভাপতি আজিজু’র ‘রহমান, ২ নম্ব’র চ’র আমখাওয়া ইউনিয়ন সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগে’র সাবেক যুগ্মসাধা’রণ সম্পাদক নজরুল ইসলাম, ৪ নম্ব’র হাতীভাঙ্গা ইউনিয়ন মহিলালীগে’র সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, ৬ নম্ব’র চিকাজানি ইউনিয়ন আওয়ামী লীগে’র সহসভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগে’র সদস্য ও ৭ নম্ব’র চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগে’র সহসভাপতি সেলিম খাঁন এবং ৮ নম্ব’র দেওয়ানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগে’র ভা’রপ্রাপ্ত সভাপতি সাইদুজ্জামান খাঁন।
উপজেলা’র
পা’ররামরামপু’র, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনীয় তফসীল ঘোষণা না হওয়া’র কা’রণে
২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ৫ জানুয়ারি
পঞ্চম ধাপে ৬টি ইউনিয়নে’র
নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।