উল্লাপাড়া প্রতিনিধি: করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন গৃহবধু বেলি খাতুন (৪৫)। ফায়ার সার্ভিসের কর্মীরা ২৮ ঘন্টা ধরে চেষ্টা চালালেও উদ্ধার করতে পারেনি ওই গৃহ বধুকে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উল্লাপাড়া উপজেলার শ্রীফলগাঁতী গ্রামের পাশে করতোয়ায় একাকী গোসল করতে নামেন এই গ্রামের আকছেদ আলীর স্ত্রী বেলি খাতুন । গোসলের এক পর্যায়ে তিনি নদীতে ডুবে যান।
বেলি খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে বেলিকে উদ্ধার অভিযান শুরু করেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ছারোয়ার খান জানান, বৃহস্পতিবার বিকেল থেকে ডুবুরি দল এনে শুক্রবার বিকেল পর্যন্ত নদীতে নামিয়ে বেলি খাতুনকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।