উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে মস্তক বিহীন এক নবজাতকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় করতোয়া নদীর ধারে কালীগঞ্জের বালু মহল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ চাঞ্চল্যকর ঘটনায় এলাকার মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শনিবার বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ খেয়াঘাট এলাকায় মস্তক বিহীন নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন, এই নবজাতক শিশুটির লাশ কোন এক সময়ে এইস্থানে কে বা কাহারা ফেলে রেখে চলে গেছেন। তবে উদ্ধার হওয়া নবজাতক শিশুর পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।