কুইজ জিতে রাশিয়ায় ভ্রমণের সুযোগ ছয় বাংলাদেশির

Seba Hot News : সেবা হট নিউজ
0
কুইজ জিতে রাশিয়ায় ভ্রমণের সুযোগ ছয় বাংলাদেশির



সেবা ডেস্ক: বিশ্বব্যাপী আয়োজিত অ্যাটমিক কুইজ ২০২১-এ’র বিজয়ীদে’র নাম ঘোষণা করেছে রাশিয়া’র রাষ্ট্রীয় পা’রমাণবিক শক্তি ক’রপোরেশন ‘রসাটম। 

কুইজে অংশ নিয়ে রাশিয়ায় ভ্রমণে’র সুযোগ পেলেন ছয় বাংলাদেশি। গত ১০ নভেম্ব’র বিশ্ব বিজ্ঞান দিবস উদ্যাপনে’র অংশ হিসেবে ‘রসাটম দিনব্যাপী এই কুইজে’র আয়োজন করে।

আজ বুধবা’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বছ’র বাংলাদেশ, রাশিয়া, হাঙ্গেরি, আর্মেনিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তু’রস্ক কম্বোডিয়া থেকে মোট ১৮ জন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন। বিশ্বে’র ৭০টি দেশে’র ১১ হাজারে’র অধিক প্রতিযোগী কুইজে অংশগ্রহণ করেন।

১১ থেকে ১৬ বয়সী গ্রুপে বিজয়ী বাংলাদেশে’র মো. ইসরাক আহম্মদ সায়েম‘রসাটম স্মার্ট হলিডেজআন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণ করা’র সুযোগ পাবেন। 

রাশিয়া বা অন্য কোনো দেশে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ১৭+ বয়স গ্রুপে আ’রও পাঁচ বাংলাদেশি বিজয়ী হয়েছেন। 

এ’র মধ্যে ইমতিয়াজ হুসাইন নুরে আলম সাকিব রাশিয়া’র একটি অত্যাধুনিক পা’রমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ক’রবেন এবং অন্য তিনজনমো. ফুয়াদ হাসিবুল হাসান, মো. আজমল হোসেন ফাতেহ মাহমুদ বিশেষ পু’রস্কা’র হিসেবে ২০২২ সালে রাশিয়া’র সোচিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক যুব নিউক্লিয়া’র কংগ্রেসে অংশগ্রহণ ক’রবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারে’র কুইজে প্রশ্নগুলো ছিল মূলত পা’রমাণবিক পদার্থবিদ্যা’র ওপ’র মৌলিক জ্ঞান এবং পা’রমাণবিক প্রযুক্তি’র সর্বশেষ অর্জনসম্পর্কিত। 

প্রতিযোগীরা দুটি বয়স গ্রুপে অংশগ্রহণ করেন; ১১ থেকে ১৭ বছ’র ১৭+ বছ’র। জীবনমান উন্নয়নে প’রমাণুবিজ্ঞানে’র গুরুত্ব এবং এই পৃথিবীতে মানুষে’র উপস্থিতি আ’রও টেকসই ক’রতে এ’র ভূমিকা তুলে ধরাই অ্যাটমিক কুইজে’র উদ্দেশ্য। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top