শেখ হাসিনা আ’লীগের দায়িত্ব নেয়ার পর ভাগ্য পরিবর্তনের আন্দোলন শুরু করেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার পর ভাগ্য পরিবর্তনের আন্দোলন শুরু করেন।
তখন থেকে শুর হয় আবার ঘুড়ে দাড়ানোর সময়। সেই ধারাবাহিকতায় ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ স্বল্পন্নোত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে।
জাতিসংঘ সেই স্বীকৃতি এই বিজয়ের মাসেই দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড.আঃ সালামের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।