সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্কুল শিক্ষকদের জাতীয় পতাকা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নিজ অর্থায়নে অজ পাড়াগাঁয়ের একটি প্রতিষ্ঠানে এই আয়োজন করেন।
বুধবার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে কাচিহারা ও তার আশপাশের ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সেইসাথে প্রাথমিক বিদ্যালয়ের সাতজন প্রধান শিক্ষকের হাতে একটি করে জাতীয় পতাকা তুলে দেয়া হয়েছে।
এসময় বীর মুক্তিযোদ্ধা গাজী জয়নুল আবেদীন, আব্দুস সালাম, আব্দুস সামাদ , প্রজন্ম মুক্তিযোদ্ধার সন্তান প্রধান শিক্ষক তাপসী রাবেয়া, আহসানুল হাবিব সাদী, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সম্পাদক আবদুল জলিল বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।