নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থাপিত ৩টি লাইসেন্সবিহীন করাতকল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩ টি করাতকল মালিকদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।
বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস জানান, করাত কলের লাইসেন্স না থাকায় ৩টি করাতকল মালিকগনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।