ছবি: রোটারিয়ান মুবিনুল হক মুবিন |
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে নিরক্ষরমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখায় রোটারি ক্লাব চিটাগাং আপটাউন চাটার্ড প্রেসিডেন্ট বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মুবিনুল হক মুবিনকে 'Rotary District Literacy Seminar' এর চেয়ারপার্সন মনোনীত করা হয়েছে।
গত শনিবার চিটাগং ক্লাবের গ্রাউন্ড হল রুমে একটি সভায় ২০২২-২৩ সালের জেলা গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, মুবিনুল হক মুবিনকে সেমিনারের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন।
উল্লেখ্য, রোটারিয়ান মুবিনুল হক মুবিন বিগত ছয় বছর যাবত উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের গ্রাম অঞ্চলে নিতান্ত গরীব, সুবিধাবঞ্চিত, বয়স্ক নারী-পুরুষকে হাতে কলমে সাক্ষরতা শিখিয়ে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রেখছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।