ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ রুহুল আমীন আকন্দ হেপলুর বিশাল মোটর সাইকেল শোডাউন করেছেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রায় দুই শতাধিক মটর সাইকেল নিয়ে তিনি এই শোডাউন করেন। ইউনিয়নের বারই পাড়া প্রাইমারী স্কুল মাঠ এলাকা থেকে মোটর সাইকেল শোডাউন বের করেন।
এর পর শোডাউনটি অত্র ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় মোঃ রুহুল আমীন আকন্দ হেপলু সাংবাদিকদের বলেন,আধুনিক প্রযুক্তি নির্ভর এবং উন্নত সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গড়তে সকলের সম্মিলিত চেষ্টা দরকার ।
আমি চাই মাদক সন্ত্রাস,দূর্নীতি মুক্ত একটি ইউনিয়ন পরিষদ গড়তে। আমি বিশ্বাস করি অত্র ইউনিয়নের ভোটাররা দল,মত ,ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
এজন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এসময় ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।