সেবা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি’র যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালে’র বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র এক শিক্ষার্থী।
মঙ্গলবা’র সন্ধ্যায় শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন নূ’রউদ্দীন আহমেদ নামে সেই শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ে’র পপুলেশন সায়েন্সেস বিভাগে পড়েন। থাকেন বিশ্ববিদ্যালয়ে’র শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে।
বিএনপি চেয়া’রপা’রসন বেগম খালেদা জিয়া, তা’র নাতনি জাইমা ‘রহমানকে নিয়ে পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানে’র কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়া’র মধ্যে আলালে’র বক্তব্যে’র একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, আওয়ামী লীগে’র সমালোচনা ক’রতে গিয়ে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভা’রতে’র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অশালীন আক্রমণ করেন। পাশাপাশি ধর্মীয় রীতি’র প্রতি ইঙ্গিত করেও আপত্তিক’র বক্তব্য রাখেন।
মুরাদে’র উক্তি’র প’র বিএনপি তা’র পদত্যাগ দাবি করেছিল, যা এ’রই মধ্যে কার্যক’র হয়েছে। এখন দলটি তা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া’র সিদ্ধান্ত নিয়েছে। তবে আলালে’র মন্তব্যে’র বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
আলালে’র বিরুদ্ধে থানায় জমা দেয়া অভিযোগে নূ’রউদ্দীন লেখেন, গত ৬ ডিসেম্ব’র রাত ১২টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে’র ২৩৯নং রুমে বসে একটি লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিরুদ্ধে আলালে’র ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যে’র ভিডিও দেখতে পান। এটি স’রকা’র ও দেশে’র জনগণে’র জন্য হেয়প্রতিপন্ন ও মানহানিক’র বলে মনে করেন তিনি।
এই ঘটনা’র বিষয়ে সহপাঠীদে’র সঙ্গে আলোচনা করে অভিযোগ ক’রতে কিছুটা দেরি হয়েছে বলেও উল্লেখ করেন নূ’র উদ্দীন।
এ বিষয়ে জানতে নূ’র উদ্দীনে’র মোবাইলে ফোনে কল ক’রলে সেটি বন্ধ পাওয়া যায়।
শাহবাগ থানা’র ভা’রপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদা’র বলেন, ‘অভিযোগটি আমরা জিডি হিসেবে গ্রহণ করেছি। এখন এটি আমরা সাইবা’র ক্রাইম ইউনিটে পাঠাব। তারা তদন্ত করে প’রবর্তী ব্যবস্থা নেবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।