জামালপুর সংবাদদাতা: জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের অপসারণ দাবিতে আরো তিন দিনের কর্মসূচি বৃদ্ধি করেছেন কর্মরত সাংবাদিকরা।
চলতি মাসের ৪ ডিসেম্বর থেকে সাংবাদিকরা লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কর্মসূচির মধ্যে ১০ ডিসেম্বর মানবন্ধন, ১১ ডিসেম্বর মৌন মিছিল এবং ১২ ডিসেম্বর ডিসির অফিস ঘেরাও উল্লেখযোগ্য।
তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ সাংবাদিকরা।
বকুলতলায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন-জামালপুর প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদের প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর নারী পুলিশ কল্যাণ (পুনাক) মেলা আয়োজন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার।
সেখানে সিনিয়র কয়েকজন সাংবাদিক ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে আগত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, ভূমি প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালসহ বেশ ক’জন মন্ত্রী-এমপি’র আগমন করেন।
সে কারণে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি-চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক-এটিএন বাংলার প্রতিনিধি লুৎফর রহমান পুলিশ সুপারের মতবিনিময় সভায় থাকতে পারেননি। এতে পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে ওই দুই সাংবাদিক নেতাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারসহ পিটিয়ে চামড়া তুলে নেয়ার হুমকী দিলে গোটা সাংবাদিক সমাজ ফুসে ওঠেছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ. জলিল, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, চ্যানেল ২৪-সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাংলাদেশ টুডের সাংবাদিক এম. সুলতান আলম, যমুনা টিভি-দেশ রূপান্তরের প্রতিনিধি শোয়েব হোসেন, বাংলাদেশ বেতার-এসএ টিভির প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, সময় টিভি-আজকের পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাংলা চিঠি ডট কমের সম্পাদক-মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ইউএনবির সাংবাদিক বজলুর রহমান, ইত্তেফাক-নিউ নেশনের প্রতিনিধি ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী শাহ্ জামাল, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, জামালপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি-আমাদের সময়ের প্রতিনিধি আতিকুল ইসলাম রোকন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।