মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন সহ প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্লা, এড. আয়শা আক্তার।
এসময় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের- ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতাউল্লাহ মন্ডল সহ গাজীপুর সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
এসময় ভারপ্রাপ্ত গাসিক মেয়র সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটি চলমান উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হবে না। অতি দ্রুত সময়ের ভিতরে সকল চলমান কাজ সম্পন্ন করা হবে।
রাস্তা নির্মানে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন দেওয়া হবে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে গাজীপুর সিটি সকল নাগরিকদের সহযোগীতা কামনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।