বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সোমবার বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সূর্যের হাসি নেটওয়ার্কের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সূর্যের হাঁসি নেটওয়ার্ক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
সূর্যের হাঁসি নেটওয়ার্কের ক্লিনিক ব্যবস্থাপক আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, বকশীগঞ্জ সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এলবাট, সদর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ, বকশীগঞ্জ উত্তর বাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া বেগম ।
আলোচনা সভায় নারীর প্রতি সব ধরণের নির্যাতন বন্ধ করা, শিশু নির্যাতন ও যৌন হয়রানি বন্ধ করা, গর্ভবতী মা দের সেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু সেবা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।