জামালপুরে সাংবাদিক হুমকীদাতা এসপির প্রত্যাহার দাবি

Seba Hot News - 24
0
জামালপুরে সাংবাদিক হুমকীদাতা এসপির প্রত্যাহার দাবি



জামালপুর প্রতিনিধি: জামালপুরে সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেয়ার হুমকীদাতা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে মানবনবন্ধন করেছে সাংবাদিকরা। 

শনিবার দুপুরে দয়াময়ী মোড়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভি ও দেশ রূপান্তরের সাংবাদিক শোয়েব হোসেন, সময় টিভির জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, কালের কণ্ঠের মোস্তফা মনজু, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আ: রশিদ,  বাংলা ভিশনের প্রতিনিধি জাহিদ হাবিব, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক/নিউ নেশনের প্রতিনিধি শাহ্ জামাল, ইউএনবি’র বজলুর রহমান, জনদ্বীপের নির্বাহী সম্পাদক সৈয়দ শওকত জামান, ঘাতক দালাল নির্র্মূল কমিটির সভাপতি-ইটিভির সাংবাদিক মুক্তা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার জামালপুরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) মেলা আয়োজনের জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত ছিলেন না। 

এ ক্ষোভে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সাদা-লুৎফরসহ বেশ ক’জন সিনিয়র সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকী প্রদান করেন। 

এ ঘটনায় জামালপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী-সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালক ছিলেন-জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top