সেবা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে ২৪ ঘণ্টা’র মধ্যে বাংলাদেশ স’রকারে’র তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানে’র অশ্লীল অডিও-ভিডিও অপসা’রণ ক’রতে বিটিআ’রসি’র চেয়া’রম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবা’র বিচা’রপতি এম ইনায়েতু’র ‘রহিম ও বিচা’রপতি মো. মোস্তাফিজু’র ‘রহমানে’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন সকালে ডা. মুরাদ হাসানে’র অশ্লীল অডিও-ভিডিও অপসা’রণ ক’রতে আদালতে’র দ্বা’রস্থ হন ব্যারিস্টা’র সুমন।
আদালতে তিনি বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রী’র অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসা’রণ করা প্রয়োজন। অপসা’রণ না ক’রলে অল্প বয়সে’র ছেলেমেয়েরা এই ধ’রনে’র গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রী’র অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআ’রসি’র প্রতি নির্দেশনা প্রার্থনা ক’রছি।
এ পর্যায়ে আদালত বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলে’র কাছে আগে বিষয়টি শুনি। কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে না আসায় এ বিষয়ে কোনো আদেশ হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনা’র মুখে পড়েন তথ্য ও সম্প্রচা’র প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগে’র নির্দেশ দিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।