সেবা ডেস্ক: পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তক্রমে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের নৌকার মাঝিদের নাম ঘোষণা করা হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের মশিউর রহমান লাখপতি, বগারচর ইউনিয়নের গাজী হোসেন আলী, সাধুরপাড়া ইউনিয়নের মাহমুদুল আলম বাবু, নিলক্ষিয়া ইউনিয়নের নজরুল ইসলাম সাত্তার ও মেরুরচর ইউনিয়নের সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতীকে মনোনীত হয়েছে।
উল্লেখ্য যে, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।