বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেলো ৮১২৮ সিনিয়র স্টাফ নার্স (তালিকাসহ)

Seba Hot News - 24
0
বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেলো ৮১২৮ সিনিয়র স্টাফ নার্স (তালিকাসহ)



নূরুজ্জামান খান: সিনিয়’র স্টাফ নার্স হিসেবে সারাদেশে’র বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছেন ৮১২৮ জন। বৃহস্পতিবা’র ( নভেম্ব’র) স্বাস্থ্য মন্ত্রণালয়ে’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে কথা বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগে’র সিনিয়’র সচিব লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ স’রকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত ০১-০৩-২০২০ খ্রি: তারিখে’র ৮০.০০.০০০০.৩০১.৭৩. ০০১.২০২০-৩২ নং নিয়োগ বিজ্ঞপ্তি’র ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা’র ফলাফলে’র ভিত্তিতে বাংলাদেশ স’রকারী কর্ম কমিশনে’র ২৬-১০-২০২১ খ্রি: তারিখে’র ৮০.০০.০০০০.৩০১ (গোপনীয়).১১.২৪৫৩.২০২১-২১৪ নং পত্রে’র সুপারিশক্রমে এবং স্বাস্থ্য অধিদপ্তরে’র ৩০/১১/২০২১ তারিখে’র স্বাঃঅধিঃ/হাসঃ/ মেঃবোর্ড/ সিনিয়’র স্টাফ নার্স/২০২১/২৫৬৮নং স্মা’রকে’র সুপারিশে’র প্রেক্ষিতে প্রজ্ঞাপনে’র নং অনুচ্ছেদে বর্ণিত ৮১২৮ (আট হাজা’র একশত আটাশ) জন প্রার্থীকে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে’র অধীনসিনিয়’র স্টাফ নার্সপদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এ’র ১০ম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০/বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো।

. প্রার্থী বাংলাদেশে’র নাগরিক না হলে অথবা বাংলাদেশে’র স্থায়ী বাসিন্দা না হলে অথবা বাংলাদেশে’র ডমিসাইলড (Domiciled) না হলে তাঁ’র সাময়িক নিয়োগ বাতিল হবে

. তিনি বাংলাদেশে’র নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করে থাকেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া’র প্রতিশ্রুতিবদ্ধ/অঙ্গীকা’রবদ্ধ হয়ে থাকেন, তাহলে তাঁ’র সাময়িক নিয়োগ বাতিল হবে

. যথাযথ এজেন্সি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক না হলে অথবা তাঁ’র বিষয়ে বিরূপ মন্তব্য থাকলে অথবা তাঁ’র কর্তৃক অসত্য তথ্য উপস্থাপিত হলে তাঁ’র সাময়িক নিয়োগ বাতিল হবে

. উপানুচ্ছেদ (), () () তে উল্লিখিত শর্ত পূ’রণ সাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদনে’র ভিত্তিতে প’রবর্তীতে তাঁ’র নিয়োগ নিয়মিত করা হবে

. তাঁকে স’রকা’র কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ ক’রতে হবে এবং তাঁ’র চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স’রকা’র যেরূপ স্থি’র ক’রবে সেরূপ বিশেষায়িত (Specialized) হবে;

এ’র অনুলিপি স্বাস্থ্য অধিদপ্ত’র, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্ত’র এবং নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে’র মহাপরিচালকসহ সংশ্লিষ্টদে’র কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালিকাটি নিচে দেওয়া হলো:

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top