নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাহিলা স্কুল অ্যান্ড কলেজের ৩ ও চন্দ্রাবাজ রশিদা স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার উপজেলার রাহিলা কাদির এইচএসসি (বিএম, ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা ৪ পরিক্ষার্থীকে বহিষ্কার করেন। একই কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস এক পরিক্ষার্থীকে বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
Onak valo hoyce
উত্তরমুছুন