জামালপুর প্রতিনিধি: জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহরের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকরা।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, শুভ্র মেহেদী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির দেয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। সভায় উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।