টাঙ্গাইল জেলায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা!

Seba Hot News : সেবা হট নিউজ
0
টাঙ্গাইল জেলায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা!

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, ভূয়াপুর ও ঘাটাইল উপজেলার  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন প্রার্থীর চূড়ান্ত লিস্ট প্রকাশ পেয়েছে। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি  নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। 

চতুর্থ ধাপে টাঙ্গাইল জেলায় নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীর তালিকা নিম্নে দেওয়া হলো:

টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের মোঃ সোলায়মান হোসেন, হুগড়া ইউনিয়নের মোঃ তোফাজ্জল হোসেন খান, করটিয়া ইউনিয়নের মোঃ খালেকুজ্জামান চৌধুরী, ঘারিন্দা ইউনিয়নের মোঃ হোসাইন সাদার, পোড়াবাড়ীয়া ইউনিয়নের মোঃ ফজলুজ্জামান রশীদ, মগড়া ইউনিয়নের মোঃ আজাহারুল ইসলাম, বাঘিল ইউনিয়নের এস. এম. মতিয়ার রহমান ও পালা ইউনিয়নের রাজকুমার সরকার চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছেন। 

ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের মোঃ দিদারুল আলম খান (মাহবুব), গাবসারা ইউনিয়নের মোঃ মনিরুজ্জামান, ফলদা ইউনিয়নের মোঃ সাইদুল ইসলাম তালুকদার, গোবিন্দাসী ইউনিয়নের মোঃ দুলাল হোসেন চকদার, অপোয়া ইউনিয়নের মোঃ রফিকুল ইসলাম ও নিকরাইল ইউনিয়নের মুহাম্মদ আব্দুল মতিন সরকার চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছেন। 

ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের মোঃ সুজাত আলী খান, ঘাটাইল সদর ইউনিয়নের মোহাম্মদ হায়দার আলী, লোকেরপাড়া ইউনিয়নের মোহাম্মদ শরিফ হোসেন, আনেহলা ইউনিয়নের তালুকদার মোঃ শাহজাহান, দিঘলকান্দি ইউনিয়নের মোঃ ইকবাল হোসেন, দিগড় ইউনিয়নের মোঃ জামাল হোসেন ও দেওপাড়া ইউনিয়নের মোঃ বাহাদুর আলম খান চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছেন।  

উল্লেখ্য, আগামী ২৩  ডিসেম্বর ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top