শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে আকন্দ পরিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় কর্তিমারী হাট ইজারাদার তৌহিদুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে যাদুরচর হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
এ খেলায় বকবান্দা ইউনাইটেড স্পোটিং ক্লাব ও চর রাজিবপুর ফুটবল একাদশ অংশ নেয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ০-১ গোলে চর রাজিবপুর ফুটবল একাদশকে পরাজিত করে বকবান্দা ইউনাইটেড স্পোটিং ক্লাব। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় ম্যান অফ দ্য ম্যাস পুরস্কার পান বকবান্দা ইউনাইটেড স্পোটিং ক্লাব এর খেলোয়ার সোহাগ হোসেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব রুহুল আমিন।
উপদেষ্টা ছিলেন আবুল হোসেন আকন্দ, ময়নুল হক মাস্টার, চর রাজিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউল আলম, চর রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাদল, যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ হক আকন্দ প্রমূখ। খেলাটি পরিচালনা করেন মোজাম্মেল হক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।