সেবা ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, চাহিদা বাড়ায় রাজধানী ঢাকা’র আশপাশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দ’র’ নামে আন্তর্জাতিক মানে’র সর্বাধুনিক নতুন একটি বিমানবন্দ’র নির্মাণে’র পরিকল্পনা ‘রয়েছে বাংলাদেশ স’রকারে’র।
গতকাল রোববা’র একাদশ জাতীয় সংসদে’র পঞ্চদশ অধিবেশনে এক প্রশ্নে’র জবাবে এ কথা জানান তিনি। স্পিকা’র ড. শিরীন শা’রমিন চৌধুরী’র সভাপতিত্বে প্রশ্নোত্ত’র টেবিলে উত্থাপিত হয়।
পাবনা-৪ আসনে’র এমপি নুরুজ্জামান বিশ্বাসে’র প্রশ্নে’র জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঈশ্ব’রদী বিমানবন্দ’র সংস্কারে’র পরে পুনরায় চালু করা’র পরিকল্পনা স’রকারে’র ‘রয়েছে।
ঈশ্ব’রদী বিমানবন্দরে’র জন্য মোট ৪৩৬ দশমিক ৬৫ এক’র জমি অধিগ্রহণ করা হয়েছে। এ’র মধ্যে সেনাবাহিনী’র কাছে ২৯০ দশমিক ৭৪ এক’র হস্তান্ত’র করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে’র (বেবিচক) দখলে থাকা অবশিষ্ট ১৪৫ দশমিক ৯১ এক’র জমিতে টার্মিনাল ভবন, রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, নেভিগেশন যন্ত্রপাতি, যোগাযোগ যন্ত্রপাতি, কর্মকর্তা-কর্মচারীদে’র আবাসিক এলাকা ও বিমানবন্দরে’র প্রবেশ সড়কসহ অন্যান্য স্থাপনাদি ‘রয়েছে।
বরিশাল বিমানবন্দ’রটি আন্তর্জাতিক মানে উন্নীত করা’র কোনো পরিকল্পনা স’রকারে’র ‘রয়েছে কিনা বরিশাল-৪ আসনে’র সংসদ পংকজ নাথে’র এমন প্রশ্নে’র জবাবে বিমান প্রতিমন্ত্রী জানান, বরিশাল বিমানবন্দ’র ফ্লাইট পরিচালনা’র উপযোগী ‘রয়েছে।
এ বিমানবন্দরে’র রানওয়ে, ট্যাক্সিওয়ে, টার্মিনাল ভবন এবং ৫০ হাজা’র বর্গফুট অ্যাপ্রোনসহ অন্যান্য সুবিধা ‘রয়েছে।
এ বিমানবন্দরে’র সেবা’র মান আন্তর্জাতিক মানে উন্নীত করা’র জন্য বেবিচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
বিমানবন্দ’রটি আধুনিকায়নে’র জন্য বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা, ড্রইং-ডিজাইন, মাস্টা’র প্ল্যান ও ব্যয় প্রাক্কলন নির্ধা’রণে’র জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানে’র সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন ও মাস্টা’র প্ল্যান প্রস্তুতে’র কাজ শেষ হয়েছে।
যশো’র-৩ আসনে’র এমপি কাজী নাবিল আহমেদে’র প্রশ্নে’র জবাবে প্রতিমন্ত্রী জানান, যশো’র বিমানবন্দ’রকে আন্তর্জাতিক মানে উন্নীত করা’র পরিকল্পনা আপাতত স’রকারে’র নেই।
মোংলা সমুদ্র বন্দরে’র কার্যকারিতা বৃদ্ধি এবং মোংলা ইপিজেড ও মোংলা ইকোনোমিক জোনে’র কার্যকারিতা বৃদ্ধি’র জন্য পিপিপি’র আওতায় খানজাহান আলী বিমানবন্দ’র নির্মাণে’র বিষয়ে স’রকারে’র নীতিগত অনুমোদন ‘রয়েছে।
লক্ষ্মীপু’র-২ আসনে’র এমপি নু’র উদ্দিন চৌধুরী নয়নে’র এক প্রশ্নে’র জবাবে প্রতিমন্ত্রী জানান, নোয়াখালী বা লক্ষ্মীপুরে’র বিমানবন্দ’র’র নির্মাণে’র পরিকল্পনা স’রকারে’র আপতত নেই।
আকাশপথে চট্টগ্রাম বিমানবন্দ’র থেকে নোয়াখালী সদ’র উপজেলা’র দূ’রত্ব মাত্র ৪৮ নটিক্যাল মাইল। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো।
নওগাঁ-২ আসনে’র এমপি শহীদুজ্জামান স’রকারে’র এক প্রশ্নে’র জবাবে প্রতিমন্ত্রী জানান, এ বছরে’র নভেম্ব’র পর্যন্ত বাংলাদেশ বিমানে’র বহরে যাত্রী পরিবহনে’র জন্য ২১টি উড়োজাহাজ ‘রয়েছে।
এ সময় তিনি বিমানকে লাভজনক করা’র জন্য স’রকারে’র বিভিন্ন পরিকল্পনা’র কথা তুলে ধরেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।