সেবা ডেস্ক: ২০২০ সালে ব্যাপক আয়োজন নিয়ে নির্মাণকাজ শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবু’র ‘রহমানে’র বায়োপিকে’র। এটি নির্মাণ ক’রছেন ভা’রতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ’র প্রথম পর্যায়ে’র শুটিং হয়েছে ভা’রতে’র কয়েকটি লোকেশনে।
এবা’র
বাংলাদেশে’’র লোকেশনে শুরু হচ্ছে এ
আলোচিত বায়োপিকে’র শুটিং। আজ থেকে গাজীপুরে’র
বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এ’র কাজ শুরু
হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটি’র
লাইন প্রডিউসা’র বাংলাদেশি নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী।
তিনি
বলেন, ‘এ’রই মধ্যে আমরা
লোকেশন রেকি করেছি। সবকিছু
ঠিক থাকলে শুটিং শুরু করা’র পরিকল্পনা
আছে।’ এ’র আগে শুটিংয়ে’র
জন্য ১৭ নভেম্ব’র টিমসহ
বাংলাদেশে এসেছেন নির্মাতা শ্যাম বেনেগাল।
মুজিব’বর্ষ
উপলক্ষ্যে বঙ্গবন্ধু’র জীবন ও কর্মে’র
ওপ’র পূর্ণদৈর্ঘ্য এ সিনেমাটি নির্মিত
হচ্ছে। এতে বঙ্গবন্ধু’র চরিত্রে
অভিনয় ক’রছেন চিত্রনায়ক আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ
হাসিনা’র চরিত্রে ‘রয়েছেন নুসরাত ফারিয়া।
এ ছাড়া তাজউদ্দীন আহমদে’র
চরিত্রে রিয়াজ এবং বঙ্গবন্ধু’র স্ত্রী
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবে’র
চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় ক’রছেন।
অন্যান্য
চরিত্রে দেখা যাবে খায়রুল
আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, দীঘি,
রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকী’র
আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগ’র, এলিনা
শাম্মীকে।
এ সিনেমা’য় বঙ্গবন্ধু’র
চরিত্রে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এই
বায়োপিকটি আমা’র অভিনয় জীবনে’র সেরা একটি কাজ
হিসাবেই বিবেচিত হবে। কা’রণ জাতি’র
পিতা’র চরিত্রে অভিনয় ক’রছি। খুব সহজ কাজ
নয় এটি। চেষ্টা ক’রছি
চরিত্রটি রূপায়ণ ক’রতে। তা ছাড়া শ্যাম
বেনেগালে’র মতো একজন আন্তর্জাতিক
মানে’র পরিচালকে’র অধীনে কাজ ক’রছি, এটিও
একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আমি
এটি নিয়ে আশাবাদী।’
রিয়াজ
বলেন, ‘ঐতিহাসিক ঘটনানির্ভ’র বায়োপিকটি এ’রই মধ্যে দর্শকে’র
মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে। কা’রণ বাংলাদেশে’’র জাতি’র পিতাকে নিয়ে এটি নির্মিত
হচ্ছে। আমিও চেষ্টা ক’রছি
তাজউদ্দীনে’র চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলা’র জন্য।’
এদিকে
জ্যেষ্ঠ ও বী’র মুক্তিযোদ্ধা
অভিনেতা রাইসুল ইসলাম আসাদও এ বায়োপিকে মওলানা
আবদুল হামিদ খান ভাসানী’র চরিত্রে
অভিনয় ক’রছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই ইতিহাস সৃষ্টিকারী কাজ এটি। তাই এ’র অংশ হতে পেরে ভালো লাগছে।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।