সেবা ডেস্ক: ডিজেল ও কেরোসিনসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেলে’র দাম নির্ধা’রণে কেন আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবা’র (২৯ নভেম্ব’র) বিচা’রপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচা’রপতি মো. মজিবু’র ‘রহমান মিয়া’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে’র পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি’র দাম নির্ধা’রণে’র জন্য ২০১২ সালে’র প্রস্তুত করা তিনটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে হাইকোর্টে’র রুলে।
এক সপ্তাহে’র মধ্যে রুলে’র জবাব দিতে বলা হয়েছে জ্বালানি সচিব, এনার্জি রেগুলেটরি কমিশনে’র চেয়া’রম্যানসহ সংশ্লিষ্টদে’র।
আদালতে রিটে’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টা’র জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।