সেবা ডেস্ক: নভেম্বরই ৪৪ তম বিসিএস পরীক্ষা’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আগামী দু-একদিনে’র মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদে’র চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যাবে। পিএসসি’র চেয়া’রম্যান সোহরাব হোসাইন গতকাল এসব তথ্য জানান।
জানা গেছে, নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সে’র শর্ত শিথিল করা হবে না। স্বাভাবিক নিয়মেই আগ্রহী প্রার্থীদে’র কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে’র জন্য আবেদন চাওয়া হবে।
এ বিষয়ে পিএসসি’র
চেয়া’রম্যান জানান, বয়সে’র সময়সীমা শিথিলতা’র বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা
দেওয়া হয়নি।
চাকরিতে
আবেদনে’র বয়স ৩৫ করা’র
আন্দোলনকারীদে’র কয়েকজন বলেন, করোনা পরিস্থিতি’র কা’রণে গত দুই বছ’র
স’রকারি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।
অনেকে প্রস্তুতি নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ ক’রতে পারেননি। দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় বর্তমানে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা’র আয়োজন করা হচ্ছে।
আগ্রহ থাকলেও সব পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। আমাদে’র দাবি ৪৪তম বিসিএসে বয়সে’র শর্ত কিছুটা শিথিল করা হোক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।