সেবা ডেস্ক: বাংলাদেশে তৈরি নকিয়া মোবাইলে’র 'জি' সিরিজে’র দুটি মডেল জি-১০ ও জি-২০ দেশে’র বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল বাংলাদেশ।
দুটি
সেটই গাজীপুরে’র কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি’র একটি কা’রখানায় তৈরি
করা।
যুক্তরাজ্যভিত্তিক
কোম্পানি ভাইব্রেন্ট সফটওয়্যা’র ও ইউনিয়ন গ্রুপ
বাংলাদেশে’র সমন্বয়ে গঠিত 'ভাইব্রেন্ট সফটওয়্যা’র (বাংলাদেশ) লিমিটেড নোকিয়া ব্র্যান্ডে’র স্মার্টফোন বাংলাদেশে তৈরি’র জন্য প্রথম কা’রখানা
স্থাপন করেছে।
গতকাল
রাজধানী’র একটি হোটেলে বাংলাদেশে’র
গ্রাহকদে’র জন্য 'বাংলাদেশে তৈরি' নোকিয়া ফোনে’র যাত্রা শুরু’র ঘোষণা দেওয়া হয়।
এইচএমডি
গ্লোবালে’র জেনারেল ম্যানেজা’র (প্যান এশিয়া) রাভি কুনওয়া’র বলেন,
'বাংলাদেশে কা’রখানা স্থাপন ও সংযোজিত হ্যান্ডসেটে’র
উন্মোচন আমাদে’র যাত্রা’র একটি মাইলফলক।'
অনুষ্ঠানে
জানানো হয়, নোকিয়া জি-১০ এ’র মূল্য
নির্ধা’রণ করা হয়েছে ১৩
হাজা’র ৪৯৯ টাকা। জি-২০ এ’র দাম
১৪,৯৯৯ টাকা।
ইউনিয়ন গ্রুপে’র পরিচালক আলভী রানা বলেন, বাংলাদেশে তৈরি হ্যান্ডসেট ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পাবে এবং এ দেশে’র স্মার্টফোন মার্কেটে নোকিয়া’র মার্কেট শেয়া’র বাড়াতে সাহায্য ক’রবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।