উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের মনোনীত নৌকার পার্থীর নির্বাচনী প্রচার অফিসে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ।
এ বিষয়ে নৌকার পার্থী মোঃ রেজাউল ইসলাম তপন বাদি হয়ে বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ।
মামলার বিবরণে জানা যায় বুধবার রাত ১ টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কালাসিংবাড়ি (পাগলা বাজার) বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী প্রচার অফিসে বিদ্রোহী প্রার্থী মটর সাইকেল প্রতিকের প্রায় ২০/৩০ জন সমর্থক কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় ।
এতে তার নির্বাচনী অফিসের ক্ষতি সাধন করেছে ।
এ বিষয়ে নৌকার পার্থী মোঃ রেজাউল ইসলাম তপন বাদি হয়ে বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার সহ ১৬ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন ।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবির জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হব।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।