ইসলামপুরে বিদ্রোহীদের মাঝে নৌকা প্রার্থীদের প্রচারণা জমজমাট

Seba Hot News : সেবা হট নিউজ
0
ইসলামপুরে বিদ্রোহীদের মাঝে নৌকা প্রার্থীদের প্রচারণা জমজমাট



লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের নৌকার প্রচারণা জমে উঠেছে।

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা মাঝিদের প্রচার প্রচারণায় বিজয়ের পাল্লায় ভারী হচ্ছে নির্বাচনী মাঠ। 

ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী ছাড়াও প্রতিনিয়তই নৌকা প্রার্থীদের বিজয় করার লক্ষে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নৌকার প্রার্থীদের নির্বাচনী এলাকায় গিয়ে গণসংযোগ করছেন। 

তুলে ধরছেন সভা, সমাবেশ করে বর্তমান সরকারের নানান উন্নয়ন কর্মকান্ড, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করছেন। 

ফলে আসন্ন ইসলামপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ঘরের একাধিক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলেও অবশেষে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নৌকারই বিজয় হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নির্বাচন  অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬ ইউপিতে  চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের মনোনিত ৬জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬জন, জাতীয় পার্টির ২জন ও আওয়ামী লীগের বিদ্রোহী ৭সহ ১৫স্বতন্ত্র প্রার্থী লড়াই করছেন। 

স্বতন্ত্রদের মধ্যে  বিএনপি নেতাও রয়েছে ৩জন। 

তবে নির্বাচনের মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রার্থী ও স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদের মাঝে।

নৌকা প্রতীকের আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের মধ্যে পলবান্ধা ইউপি’র বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন,গোয়ালেরচর ইউপিতে হারুন অর রশিদ, ইসলামপুর সদরে হাবিবুর রহমান শাহিন, গাইাবান্ধা মাকছুদুর রহমান আনছারী, চরগোয়ালীনি শহিদুল্ল্যাহ সরকার, চরপুটিমারী সামছুজ্জামান সুরুজ মাস্টার বর্তমানে চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। 

তবে এবারও আশাবাদী নৌকার মাঝিরা দলীয় প্রতীকে নির্বাচনে জয়ী হয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র নেতৃত্বে এলাকার অসমাপ্ত উন্নয়নসহ জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আরো বেশি অবদান রাখবেন। 

তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন তারা।

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top