ঘাটাইল প্রতিনিধি: চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবার ঘাটাইল উপজেলার ৭টি ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকার মাঝি যারা হলেন- উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে মো: সুজাত আলী খান,ঘাটাইল সদর ইউনিয়নে মোহাম্মদ হায়দার আলী, লোকের পাড়া মোহাম্মদ শরীফ হোসেন, আনেহলা ইউনিয়নে তালুকদার মো:শাহজাহান, দিগলকান্দি ইউনিয়নে মো: ইকবাল হোসেন, দিগড় ইউনিয়নে মো: জামাল হোসেন, দেওপাড়া ইউনিয়নে মো: বাহাদুর আলম খান।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর ঘাটাইলে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর।
মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।